ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০৩ জুন ২০২৪, ২০:১৯
চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ারচক গ্রামে সাপের কামড়ে সাজেদা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুর দেরটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাজেদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ারচক গ্রামের আহসান আলীর স্ত্রী।
নিহত সাজেদা বেগমের স্বামী আহসান আলী বলেন, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় যেকোনো এক সময় সাপ আমার স্ত্রীকে কামড় দেয়। পরে ব্যথায় ছটফট করলে ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। আজ দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, রাতে যেকোনো সময় সাপের কামড়ে আহত হয়। পরে তার স্বামী সাপটিকে মেরে ফেলে রাতেই। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায় পর দিন আজ সে মারা যায়। লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে একজনের মৃত্যুর খবর জেনেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা