১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেহেরপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু - নয়া দিগন্ত

মেহেরপুর শহরের গড়পুকুরে গোসল করতে নেমে তৌফিক হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তৌফিক মেহেরপুর ট্যাকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং শহরের নতুনপাড়া এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে।

তৌফিকের বন্ধু রিফাত আলী জানায়, সে, তৌফিক, মিতুল, অয়ন ও তানিম স্কুলে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়। তারা স্কুলে না গিয়ে শহরের মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখা শুরু করে। ১০টার পর সেখান থেকে তারা যায় শহরের গড়পুকুরে। পুকুরের সিঁড়ির ওপরে অল্প পানিতে গোসল করতে নামে পাঁচ বন্ধু। গোসলের এক পর্যায়ে পা ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে তৌফিক ও রিফাত। রিফাতকে অন্য বন্ধুরা উদ্ধার করতে পারলেও তৌফিককে কোনোভাবেই ওপরে তুলতে পারেনি তারা। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধারের চেষ্টা চালায়। পরে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তৌফিককে উদ্ধার করে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সৌউদ কবীর মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগের গড়পুকুরটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। পুকুরের পাড়গুলো ওপর থেকে একেবারে তলা পর্যন্ত কংক্রিটের স্লাব বসিয়ে ঢালাই করে দেয়া হয়েছে। শুধুমাত্র সিঁড়িগুলো ছাড়া কোনোদিক থেকে সাঁতার না জানা কেউ পিছলে পানিতে পড়লে কিছু ধরে ভাসা বা উঠে আসার সুযোগ নেই। বর্তমানে এটি সাঁতার না জানা মানুষের জন্য বেশ আতঙ্কের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনী মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলা হচ্ছে। অভিযোগ পেলে লাশের ময়নাতদন্ত করা হবে। আর পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হবে।


আরো সংবাদ



premium cement