২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি সাক্ষাৎকার আগামী শনিবার

- ছবি : নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটভুক্ত ধর্মতত্ত্ব অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি সাক্ষাৎকার আগামী ১ জুন (শনিবার) শুরু হবে।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষদ ভবনের চতুর্থ তলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত প্রথম মেধা তালিকার সাক্ষাৎকার নেয়া হবে। সাক্ষাৎকারে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে। সাক্ষাৎকারের দিন হতে ৯ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে অনুমোদিত বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিভাগ পরিবর্তন ইচ্ছুক শিক্ষার্থীরা ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে।

এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর ১৪ ও ১৫ জুলাই দ্বিতীয় ধাপের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৬ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শেষে আসন খালি থাকা সাপেক্ষে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদের পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রসহ সদ্য তোলা আট (৮) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে নিয়ে আসতে হবে।


আরো সংবাদ



premium cement