ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা গোলাম পরোওয়ার
- বাগেরহাট প্রতিনিধি
- ২৯ মে ২০২৪, ১৭:২৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোওয়া বলেছেন,‘ঘূর্ণিঝড়সহ সকল বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহ তা'য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়। সরকারের উচিৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এ মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।
বুধবার বিকেলে বাগেরহাট জেলার মংলা উপজেলা ও পৌরসভার ঘূর্ণিঝড় রেমালের আঘাতে নিহতদের পরিবারকে শান্তনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, রামপাল মংলা জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মংলা উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, পৌরসভা সেক্রেটারি সাবেক কমিশনার মোহাম্মদ হোসেন, উপজেলা সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সরদার, মোকলেসুর রহমান, ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন, জহিরুদ্দিন বাবর, আবদুল্লাহ, মাহমুদ, ইমরান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা