চুয়াডাঙ্গা ৬ বছরের শিশুকে ধর্ষণ করল বান্ধবীর ভাই
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২৪ মে ২০২৪, ১৪:২৯
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বান্ধবীর বড় ভাইয়ের বিরুদ্ধে। শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের ওসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই হামজারুল (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক হামজারুল ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং একজন কৃষিশ্রমিক।
ধর্ষণের শিকার শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে হামজারুলের ছোট বোন তার বান্ধবীর সাথে বাড়িতে খেলা করছিল। এ সময় তার ছোট বোনকে দিয়ে পেঁয়াজের বড়া খেতে ওই শিশুকে ডেকে আনেন হামজারুল। পরে পাশে মাঠে দু’জনকে ছাগলে জন্য ঘাস কাটতে পাঠান। হামজারুল তার বোনকে ঘাস নিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং এ সুযোগে অপর শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তার মা ও স্থানীয়রা তাকে হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, রাতেই অভিযান চালিয়ে হামজারুলকে আটক করা হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা