২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যশোরে এমপি নাবিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ

যশোরে এমপি নাবিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ - ছবি : নয়া দিগন্ত

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ার।

সোমবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় ফাতেমা আনোয়ার এ কথা জানান।

একজন প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এমপি নাবিল আহমেদ বিতর্কিত, চাঁদাবাজি, স্বর্ণ ও অবৈধ অস্ত্র চোরাকারবারি, জামিনপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন বিপুলকে তার মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর প্রভাব বিস্তার করছেন। কেবল নেতাকর্মীদের ওপর বিস্তার না, তাদেরকে নির্বাচনে প্রভাব বিস্তারের হুকুম দিচ্ছেন। তার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করলে দলীয় পদ হারানোসহ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে বলে হুমকি দিচ্ছেন এমপি নাবিল আহমেদ।

ইতোমধ্যে চাঁচড়া ইউনিয়নে সেলিম রেজা পান্নুর নেতৃত্বে এবং নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদের নেতৃত্বে কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ফাতেমা আনোয়ার। এমপি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সরকারি অর্থ বরাদ্দ না দেয়ার হুমকি দিয়ে তার কথামতো কাজ করতে বলছেন। এমপির মদদপুষ্ট চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল তার বিরুদ্ধে অপপ্রচার করছেন বলে অভিযোগ করছেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত শ্রম কমিশনের অগ্রাধিকার দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা : তারেক রহমান অনলাইনে সিম সেবা চালু করেছে টেলিটক ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সাঁথিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা সিলেটে পরকীয়া প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড আমাদের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সঙ্কট : শিবির সভাপতি

সকল