২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকসহ আটক ৪

- ছবি : নয়া দিগন্ত

যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাবার সময় এক মিয়ানমার নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাতে ঘিবা মাঠ নামকস্থান থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল বাংলাদেশী নাগরিক তিনজন (মহিলা-২ জন, পুরুষ-১) এবং মিয়ানমার নাগরিক ১ জন (পুরুষ-১) মোট ৪ জন আটক করেন।

আটক চারজন হলেন ঢাকার খিলগাঁও এলাকার ধুপিচাঁদ মণ্ডলের ছেলে কেষ্টধর মণ্ডল (৫০), মুন্সীগঞ্জ জেলা সদরের সন্দুয়া গ্রামের শ্রী সুধীর চন্দ্রের স্ত্রী আশা রানী বাছার (৪০), নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের খোকা শেখের মেয়ে শিউলী খাতুন (৩৫) এবং মিয়ানমারের নাগরিক, মো. হোসেন (২৫)।

বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন এবং মিয়ানমার নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement