জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেলচালক নিহত
- জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ১৭ মে ২০২৪, ১৪:১৫
চুয়াডাঙ্গারের জীবননগর-হাসাদহ মহাসড়কে একটি পাখিভ্যানের ধাক্কায় জিয়ারুল ইসলাম (৫০) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ড নামকস্থানে এই ঘটনা ঘটে।
জিয়ারুল ইসলাম উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর স্কুলপাড়ার মরহুম জহির মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জিয়ারুল ইসলাম শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাইসাইকেলে বাঁকা ব্রিকস ফিল্ড নামকস্থানে পৌঁছে অসাবধানবশত রাস্তা পার হওয়ার সময় একটি পাখিভ্যানের ধাক্কায় আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তিনি মারা যান।
নিহত জিয়ারুল ইসলামের জামাতা মাসুদ রানা বলেন, ‘আমার শ্বশুর একজন প্রান্তিক কৃষক ও হাত পাখা বিক্রেতা। তিনি ঘটনাস্থলে রাস্তা পার হওয়ার সময় একটি পাখিভ্যানচালক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন, পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা