সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৪, ১৩:৫৭
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যানচালকের নাম মো: কুদ্দুস গাজী (৭১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মরহুম রূপচাঁদ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী বিনেরপোতা বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার পর ভ্যান নিয়ে যাত্রী পরিবহনে বের হন কুদ্দুস গাজী। সকাল সাড়ে ৮টার দিকে বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যানের ওপর বসে চা খাচ্ছিলেন তিনি। এ সময় সাতক্ষীরা ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা