কুষ্টিয়ায় কুলখানিতে দাওয়াত না দেয়ায় সংঘর্ষ : নিহত ১, আহত ৭
- কুষ্টিয়া প্রতিনিধি
- ১৪ মে ২০২৪, ০৬:৫৩
কুষ্টিয়া সদর উপজেলায় কুলখানিতে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে বকুল বিশ্বাস (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে ইবি থানার হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল বিশ্বাস হাতিয়া গ্রামের আত্তাব বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ওই গ্রামের পূর্বপাড়ার মরহুম আজিজুল মাষ্টারের স্ত্রী গত ৯ মে ইন্তেকাল করেন। সোমবার পারিবারিকভাবে কুলখানি ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রায় আড়াই শ' মানুষের খাওয়ানোর ব্যবস্থা ছিল। কুলখানির অনুষ্ঠানটি দিনে শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাত ৯টার দিকে এলাকার সমাজকে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে একই গ্রামের শাজাহান বিশ্বাস ও রাজ্জাক মেম্বরের মধ্যে বাকবিতিণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে রাজ্জাক মেম্বরের লোকজন তার চাচাত ভাই বকুল বিশ্বাসের লোকের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এতে উভয়ের মধ্যে বড় আকারে সংঘর্ষ হয়। এসময় লাঠির আঘাতে বকুল বিশ্বাস মারাত্মক জখম হন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা যায়।
এঘটনায় মানিক মেম্বারসহ আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরো সাতজন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা