২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এসএসসি পাশ করেছে মোটরসাইকেল না পেয়ে আত্মহত্যাকারী সোহান

মোটরসাইকেল না পেয়ে আত্মহত্যাকারী সোহান - ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষা দেয়ার পর ফলাফল দেখে যেতে পারলো না মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের সোহান (১৬)। পরীক্ষার ফলাফল প্রকাশের মাত্র দু’দিন আগে ১০ মে শুক্রবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কৃষক বাবা তাকে মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় সে।

সোহান মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

রোববার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, জিপিএ-৩.৭২ পেয়ে পাস করেছে সে।

পুরন্দরপুর গ্রামের মফিজুর রহমানের ২ ছেলে ১ মেয়ের মধ্যে সোহান ছোট ছেলে। এসএসসি পরীক্ষার পর থেকেই সোহান তার বাবার কাছে একটি মোটরসাইকেলের কিনে দেয়ার বায়না ধরেছিল। গেল শুক্রবার সকালেও মোটরসাইকেল কিনে দেয়ার দাবি করলে কৃষক বাবা সামর্থ নেই বলে কিনে দিতে অপারগতা প্রকাশ করে। এতে সে অভিমান করে তার নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

সোহানের কৃষক বাবা মফিজুর রহমান বলেন, তার সামর্থ থাকলে হয়তো মোটরসাইকেল কিনে দিতেন। কিন্তু তার অপারগতার ওপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেবে তা ভাবতে পারেননি তিনি। একজন বাবার কাছে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। সে বেঁচে থাকলে কলেজে ভর্তি হতো। লেখাপড়া করতো। কিন্তু তা আর দেখতে পাবো না।


আরো সংবাদ



premium cement