২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছেলেকে নিয়ে চা বিক্রি করে সংসার চালান পলাশি

ছেলেকে নিয়ে চা বিক্রি করে সংসার চালান পলাশি - নয়া দিগন্ত

 

পলাশি সরকার। বাবা বিয়ে দিয়েছিলেন একজন ট্রাক-শ্রমিকের সাথে। অল্প পারিশ্রমিক হওয়ায় সংসার চালাতে টাকা দিতে পারতেন না তার স্বামী। বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন পলাশি সরকার। এর মধ্যে তাদের কোল-জুড়ে আসে দু’টি ছেলে সন্তান। অভাবের সংসারে পলাশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবুও তিনি হাল ছাড়েননি তিনি। বাড়ি বাড়ি কাজ করা টাকা দিয়েই ছেলেদের পড়াশোনা করান।

২০০২ সালে, তার বড় ছেলে তাপস সরকারের বয়স ১৩ বছর, তখন পলাশি সরকার মহম্মদপুর বাজারে একটি চায়ের দোকান শুরু করেন। এই উদ্যোগ তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে শুরু করে।

গল্পটি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কার্তিক সরকারের স্ত্রী পলাশি সরকারের।

পলাশি সরকার জানান, ২২ বছর পর তাদের দোকানের আয় প্রতিদিন ৭০০ থেকে দেড় হাজার টাকা। বড় ছেলে তাপস সরকার বর্তমানে বিবাহিত এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট ছেলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে বর্তমানে নরসুন্দরের কাজ করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, পলাশি সরকার তার ছেলেকে নিয়ে ২২-২৩ বছর ধরে এই চায়ের ব্যবসা চালিয়ে আসছেন। তাদের সংগ্রামের গল্প এখন মহম্মদপুরের অনেক মানুষের জন্য অনুপ্রেরণা।

পলাশি সরকার বলেন, ‘আমার স্বামী কার্তিক সরকার এখনো ট্রাকশ্রমিকের কাজ করেন। কিন্তু তার আয় খুবই সীমিত। তা দিয়ে তার নিজের খরচই ভালোভাবে চলে না। তবে আমাদের চায়ের দোকানের আয়েই এখন আমাদের সংসার ভালোভাবে চলে।’

এখন পলাশি সরকার তার ছেলে ও নাতি-নাতনীদের নিয়ে সুখী জীবন-যাপন করছেন বলে জানান। তাদের এই দীর্ঘ সংগ্রামের পথচলা অনেকের কাছে অনুপ্রেরণা।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও এডুকেশন মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক হিন্দু পল্লীতে আগুন : মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে আ’লীগের দুই নেতা কারাগারে লজ্জায় ডুবলো শ্রীলঙ্কা, মাত্র ৪২ রানে অলআউট সাবেক এমপি রশীদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ‘সমাবর্তন ছাড়াই মূল সনদপত্র পাবে বাকৃবি শিক্ষার্থীরা’ রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেফতার ৩ চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সকল