শৈলকুপায় মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ১১ মে ২০২৪, ২০:২৫
ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গল বাঁধ সড়কের হাজরা মিনা বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হামজা রহমান (৪৮)। তিনি উপজেলার সোন্দাহ গ্রামের বাসিন্দা।
এ সময় মোটরসাইকেল চালক হাজরামিনা গ্রামের জামাল হোসেনের ছেলে মাসুদ নামের এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে ভর্তি করেছে।
এ ব্যাপারে স্থানীয় আমদ নামের এক ব্যক্তি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোন্দাহ গ্রামের হামজা রহমান বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে হিতামপুর নামক স্থানে পৌঁছলে সামনে থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হামজা রহমান নিহত হন এবং মোটরসাইকেল চালক মাসুম গুরুতর আহত হন।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামজা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা