০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নড়াইলে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

- ছবি - ইন্টারনেট

নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেনে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে প্রতিপক্ষরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে। প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তিনি বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোস্তফা কামাল শিকদার গুলিবিদ্ধ হয়েছিলেন। একটি গুলি তার বুকে লেগেছিল। তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। খবর পেয়েছি তিনি মারা গেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement