মাগুরা সদরে ওসমান, শ্রীপুরে রাজন নির্বাচিত
- মাগুরা প্রতিনিধি
- ০৮ মে ২০২৪, ২৩:২৮
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরা সদরে রানা আমীর ওসমান ও শ্রীপুর উপজেলায় শরিয়ত উল্লাহ রাজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, মাগুরা সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে রানা আমীর ওসমান ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী শেখ রেজাউল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলস প্রতীকে সোনিয়া সুলতানা ও পুরুষ ভাইস চেয়ারম্যান টিউবওয়ল প্রতীকে বাহারুল ইসলাম।
অন্যদিকে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার মো: জাকারিয়া বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী মোতাসিম বিল্লাহ সংগ্রাম ঘোড়া প্রতীক নিয়ে ২৯ হাজার ২৮১ ভোট পেয়েছেন।
বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে নার্গিস সুলতানা ও
পুরুষ ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীক নিয়ে বাবুল রেজা।
মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্রে মোট ১ হাজার ২৪৪টি বুথে এ ভোট গ্রহণ হয়। সদর উপজেলায় মোট ৩ রাখ ২৩ হাজার ৫০৬ জন ও শ্রীপুর উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন ভোটার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা