চুয়াডাঙ্গায় ইমামকে রাজকীয় বিদায়
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০৮ মে ২০২৪, ১১:৫৪, আপডেট: ০৮ মে ২০২৪, ১১:৫৯
চুয়াডাঙ্গায় মসজিদে ৩৭ বছর ইমামতির পর অবসরে যাওয়া ইমামকে রাজকিয় বিদায় দিয়েছে মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা।
গতকাল মঙ্গলবার বাদ এশা মসজিদে অনাড়াম্বর এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদ কমিটির সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের বেলগাছি এলাকার বাসিন্দা হাফেজ আব্দুল মজিদ ৩৭ বছর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের পেশ ঈমাম ছিলেন। বয়সের ভারে নুয়ে পড়ায় মসজিদ কমিটি তাকে স্বসম্মানে রাজকীয় বিদায় জানায়।
মসজিদ কমিটির পক্ষ থেকে ওমরা হজ পালন করানোর খরচ বহনসহ নগদ তিন লাখ টাকা দিয়ে ফুলের শুভেচ্ছায় বিদায় জানায়।
এসময় উপস্থিত মসজিদ কমিটির লোকজনসহ সাধারণ মুসল্লিরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেয় মসজিদ কমিটি।
হাফেজ আব্দুল মজিদের এই রাজকীয় বিদায়ে তার পরিবারসহ সাধারণ মানুষ বায়তুল আমান জামে মসজিদের কমিটিকে ধন্যবাদ জানিয়েছে।
বিদায় অনুষ্ঠানে মুফতি রুহুল আমীনসহ মসজিদ কমিটির সদস্যরা, সাধারণ মুসল্লিরা ও অত্র এলাকার হাফেজ আলেন ওলামাগণ উপস্থিত ছিলেন।
হাফেজ আব্দুল মজিদ আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আল্লাহ পাক আমাকে এ সম্মান দিলেন। তার দরবারে হাজারো শুকরিয়া। আমি সত্যিই অভিভূত হয়েছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা