২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই

আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় নয়টি বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পরনের কাপড় বাদে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

শুক্রবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পর্যায়ক্রমে সাইফুল ইসলাম, হযরত আলী, শাহিন আলী, হাছান, মেহের আলি, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, দুলাল মিয়াও নান্নু মিয়ার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় নিমিষেই ।

এলাকাবাসীরা জানায়, ওই দিন প্রথমে বসতবাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো আশপাশ বাড়িঘরগুলোতে। এ সময় ঘরে থাকা ছোট শিশুসহ পরিবারের লোকজন নিরাপদে বেরিয়ে আসতে পারলেও আগুনে পুড়ে যায় আসবাবপত্রসহ অন্য মালামাল। এছাড়া আগুনের লেলিহানশিখা চারিদিকে ছড়িয়ে পরলে একে একে নয়টি ঘরবাড়ি গোয়াল ঘর, নগত টাকাসহ ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে নয়টি বাড়ি পুড়ে গেছে।


আরো সংবাদ



premium cement