২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বস্তি নেই চুয়াডাঙ্গায়, তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকছে

স্বস্তি নেই চুয়াডাঙ্গায়, তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকছে - নয়া দিগন্ত

স্বস্তি নেই চুয়াডাঙ্গা জেলার মানুষের। আবহাওয়া অফিস থেকে স্বস্তির খবর দিলেও তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকছে। বৃহস্পতিবারও ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও ৪০ ডিগ্রির ওপরেই থাকছে। চলতি মৌসুমের প্রায় প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

টানা এমন আবহাওয়ায় জেলায় খুব অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন ওষ্ঠাগত। ভুগছে প্রাণীকূলও। প্রতিদিনই মারা যা‌চ্ছে গরু, ছাগল, ফা‌র্মের মুর‌গি, পোষা কবুতরসহ অন্যান্য প্রাণী।

এদিকে তীব্র তাপদাহে মাঠের ফল-ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। কোথাও কোথাও ফসল ঝলসে যাওয়ার খবর মিলেছে।

স্বাস্থ্য সুরক্ষায় বেলা ১২টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। এমন তাপপ্রবাহে বেশি বিপাকে পড়েছে দিনমজুর এবং ভ্যান ও রিকশা-শ্রমিকেরা। গরমে অনেকে অসুস্থও হয়ে পড়ছেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে দু-এক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরো সংবাদ



premium cement