২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কেশবপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। -

কেশবপুরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে জোহর আলী সরদার (৫৫) নামে এক কৃষকের মারা গেছেন।

রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার বড়েঙ্গা গ্রামের বাহের আলী সরদারের ছেলে।

মৃত কৃষকের ছেলে জসিম উদ্দিন জানায়, সকাল থেকে তার বাবা গাছ (বিচালীর) আটি করা ধান বাক দিয়ে কাঁধে নিয়ে বাড়িতে আনছিলেন। তিনি বাড়ি আসেন এবং পানি খেতে চান। পানি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, ওই কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল।


আরো সংবাদ



premium cement