২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশী শ্রমিক নিহত

রাকিব হোসেন - ফাইল ছবি।

 

সিঙ্গাপুরে কাজ করার সময় রডের চাপায় রাকিব হোসেন (২২) নামে এক বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন।

রাকিব যশোরের বেনাপোল পোর্ট থানার ২ নম্বর ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।

চলতি মাসের ৩ এপ্রিল বুধবার কনস্ট্রাকশনের কাজ করার সময় রডের বান্ডেলে চাপা পড়ে মারাত্মক আহত হন রাকিব। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২০ এপ্রিল) রাতে তিনি মারা যান। এ খবর নিশ্চিত করেছেন নিহত রাকিবের চাচা মিলন হোসেন।

নিহত রাকিবের বাবা মমিনুর রহমান জানান, এক বছর হলো রাকিব সিঙ্গাপুর গিয়েছে। সে সিঙ্গাপুরে কনস্ট্রাকশনের কাজ করতো। গত ৩ এপ্রিল প্রতিদিনের মতো সে কাজে যায়। একপর্যায়ে ওই দিন বিকেল ৫টার দিকে ওপরে তোলার সময় টোশন ছিড়ে (দড়ি) রডের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যায়। সেখান থেকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকারীরা এবং সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ২০ এপ্রিল শনিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান (মফিজ) জানান, সিঙ্গাপুরে নিহত রাকিব আমার ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। তার পরিবারের মাধ্যমে জেনেছি- সে সিঙ্গাপুরে কাজ করার সময় রড চাপায় মারা গেছে। এখন তার লাশটা কিভাবে দেশে আনা যায়। তার সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে করে যাচ্ছি।

 

 


আরো সংবাদ



premium cement
বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে

সকল