২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ব্যক্তি ভর্তি

অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ব্যক্তি ভর্তি - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটে অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ব্যক্তি ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালি গ্রামে পৃথক দুটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান হাওলাদার, মামুনুর রশিদ, ফেরদৌস, জীবন, হাসান হাওলাদার, তিতাস হাওলাদার, আশ্রাফুল হাওলাদার, সাকিবুল হাওলাদার, মো: নাইম, নারায়ন চৌকিদার, মো: শামিমা আক্তার, হিরা আক্তার, আখি আক্তার, মারিয়া আক্তার ও শ্যামলী রানী।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার ও নারায়ন চৌকিদার জানান, তারা রাত ১০টার দিকে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে তাদের ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না। এছাড়া ঘরের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে। খবর পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তাদের ধারনা চোরচক্র কোনো এক সময় তাদের খাবারের সাথে চেতনা নাশক কিছু মিশিয়ে রেখে গেছে। এরপর ওই দুই বাড়ির স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ ইএচ এম কামরুজ্জামান বলেন, ঘটনাটি যেহেতু পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে তাই এ ব্যপারে মোরেলগঞ্জ থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


আরো সংবাদ



premium cement

সকল