০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

শৈলকুপায় জমিতে পাইপ বিছানো নিয়ে সংঘর্ষ, আহত ৪

শৈলকুপায় জমিতে পাইপ বিছানো নিয়ে সংঘর্ষ, আহত ৪ - নয়া দিগন্ত

ঝিনাইদহ জেলার শৈলকুপার চরধলহরা গ্রামে জমিতে পানির ফিতা পাইপ বিছানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাংচুরও করা হয়েছে। বুধবার সকালে এঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে সকালে চরধলহরা গ্রামের মতিয়ার রহমান তার জমিতে পানি দেয়ার জন্য একই গ্রামের মাহবুলের জমির মাঝ দিয়ে ফিতা পাইপ বিছিয়ে দেন। এসময় মাহুবুল ও তার ছেলে সজিব মতিয়ার রহমানকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এর জের ধরে মতিয়ার ও মাহবুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলামসহ চারজন গুরুতরভাবে আহত হন। এ সময় তিনটি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়। আহতদের চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, মারামারির সংবাদ পেয়ে সেখানে যেয়ে দু'পক্ষকে থামানোর চেষ্টা করি। এসময় আমিসহ চার ব্যক্তি আহত হয়েছে। রবিউল ইসলাম ও আতিয়ার নামের দু'জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement