বজ্রপাতে ডুমুরিয়ায় গাভীসহ যুবকের মৃত্যু
- ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
- ০৭ এপ্রিল ২০২৪, ১৭:০৪
গাভীর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ওবায়দুল্লাহ গাজী (২৭) নামের এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় একটি গবাদিপশুরও মৃত্যু হয় বলে জানা গেছে।
রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওবায়দুল্লাহ গাজী উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, সকাল ৯টার দিকে ঘের ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজী বাড়ির গাভীর জন্য কানাইডাঙ্গা বিলে ঘাস কাটতে যান। বিলে থাকা অন্য ঘের ব্যবসায়ী আব্দুল গনি সদ্দারের সাথে ঘাস কাটতে থাকে। এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে আসে। এরপর দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি আব্দুল গনি সরদারের ঘেরের বাসায় একটি গবাদি পশুর সাথে আশ্রয় নেন। এ সময় হঠাৎ ঘেরের বাসার ওপরে বজ্রপাত হলে গবাদিপশুসহ ওবায়দুল্লাহ গাজীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তুহিনুর ইসলাম ও ইউপিসদস্য ইজ্জত আলী মোড়ল বিষয়টি নিশ্চিত করেন।
ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা