যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
- যশোর অফিস
- ০৬ এপ্রিল ২০২৪, ১৫:২০
যশোরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার বেলা ১১টার দিকে যশোর-মাগুরা সড়কে বাহাদুরপুর সার গোডাউনের সামনে এই ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের দু’পাশে শত শত যানবাহনের লাইন পড়ে যায়। পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, খুলনা মেডিক্যাল কলেজের একটি অ্যাম্বুলেন্স যশোর শহরের দিকে যাচ্ছিল। পথে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে পৌঁছালে হঠাৎ অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, খুলনা মেডিক্যাল কলেজের এই অ্যাম্বুলেন্সটি নতুন। শুধু ড্রাইভার একা ছিলেন। পরীক্ষামূলকভাবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন।
ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, ‘আগুনের খবর শুনে ঘটনাস্থলে যাই। শুনেছি মাইক্রোবাসটি খুলনা মেডিক্যাল কলেজের এবং গ্যাসচালিত।
তিনি আরো বলেন, বর্তমানে যশোর-মাগুরা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা