১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাঙচুর, আটক ৩

- ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার ভোর সকালে উপজেলার বন্দেখালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বন্দেখালী গ্রামের নৌকা সমর্থক আবুল মেম্বার গ্রুপের সাথে ট্রাক প্রতীকের সমর্থক আতিয়ার রহমান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে শনিবার ভোরে আবুল মেম্বার গ্রুপের সমর্থকরা আতিয়ার রহমানের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে শাহীন, মজিবর, আতিয়ারের মুদিদোকানসহ পাঁচটি বাড়ি ভাঙচুর করে।

এ ব্যাপারে ট্রাক প্রতীকের সমর্থক আতিয়ার রহমান জানান, ‘মঙ্গলবার (২৬ মার্চ) আবুল হোসেন মেম্বারের কিছু সমর্থক আমার সাথে সামাজিক দলে যোগদান করে। তাতে ক্ষিপ্ত হয়ে আবুল হোসেন মেম্বার তার লোকজন আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ বিষয়ে আবুল হোসেন মেম্বারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয় লাঙ্গলবাঁধ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ‘শনিবার ভোর সকালে বন্দেখালি গ্রামের ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মেম্বার গ্রুপের সমর্থকরা আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে হামলা চালিয়ে তার প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী নেতা আতিয়ার রহমান গ্রুপের পাঁচটি বাড়ি ভাঙচুর করে। ঘটনার সাথে জড়িত থাকায় ফরিদ হোসেন, তুরফান আলি ও জাহিদ হাসানসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটা রামদা দু’টি ঢাল ও একটা সড়কি উদ্ধার করা হয়েছে।’

তিনি আরো জানান, মামলার প্রস্তুতি চলছে। সেইসাথে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

সকল