০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

- ছবি : নয়া দিগন্ত

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় মনোরউদ্দিন নামে এক ব্যক্তির পায়ূপথ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা। এ সময় পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা।

আটক পাচারকারী মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন একটি তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এস এর ১৬৮ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকায় গোপন অবস্থানে থাকে। ওই স্বর্ণ পাচারকারী একটি ইজিবাইকে করে স্বর্ণের চালানটি ভারতে পাচার উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছিলেন তখন মনোরউদ্দিনকে সন্দেহজনকভাবে আটক করা হয়।

বিজিবি আরো জানায়, প্রথমে তার শরীর তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পায়ূপথে স্বর্ণের বারগুলো রয়েছে। এ সময় তাকে আটক করে বেনাপোল বাজারের রজনী ক্লিনিকে শরীর স্ক্যানিং করে পায়ূপথে ছয় পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। যার ওজন ৭০০ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার স্বর্ণসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement