চুয়াডাঙ্গায় মায়ের জন্য মেসওয়াক আনতে গিয়ে প্রাণ গেল শিশুর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২৪, ১১:৪৪
চুয়াডাঙ্গায় মায়ের জন্য মেসওয়াক আনতে গিয়ে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শাহীন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু শাহীন উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের দিনমজুর বিল্লাল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মায়ের ইফতারের আগে প্রতিবেশী চাচাতো বোনের সাথে মেসওয়াক আনতে যায় শাহীন। তখন সে হাউসপুর-খাসকররা আঞ্চলিক সড়কে তার বাবা বিল্লালকে দেখতে পায়। বাবার দিকে ছুটে গেলে দ্রুত গতিতে আসা ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শাহীন গুরুত্বর আহত হয়। এ সময় তার বাবা ও স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় সে মারা যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, পরিদর্শক) শেখ গণি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে।
সূত্র : ইউএনবি