মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
- মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮
বাগেরহাটের মোরেলগঞ্জে শফিজ উদ্দিন চাপরাশি (৭৫) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গুলিয়াখালী গ্রামের মোশারফে হোসেন তালুকদারকে (৫৫) আটক করেছে পুলিশ। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা এখনো জানা যায়নি।