গাংনীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
- গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
- ১৭ আগস্ট ২০২৩, ১০:২৪
মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে ঝুমা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।
বুধবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভরাট (দুর্লভপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
ঝুমা খাতুন ওই গ্রামের বজলুর রহমানের মেয়ে এবং স্থানীয় বিডিটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
ঝুমার পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান তিনি। পরে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় এবং রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে নেয়ার আগেই ঝুমার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্কুলছাত্রীর লাশ থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা