চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
- এম.এ. রহিম চৌগাছা (যশোর)
- ৩০ জুন ২০২৩, ১৯:০৫
যশোরের চৌগাছায় বিদ্যুৎপৃষ্টে রেজাউল ইসলাম (৪০) নামে এক কলেজশিক্ষক ও রিয়াদ হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। সকালে উপজলার পাতিবিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু হয়। নিহত রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডাঃ সাইফুল ইসলাম (কাটগড়া) ডিগ্রী কলেজের প্রভাষক।
এদিন বিকেলে উপজলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু হয় এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
মৃত কলেজশিক্ষকের স্ত্রী সালেহা খাতুন জানান, আমার স্বামী শুক্রবার সকালে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাশে (দেওয়ান ভাটা) এলাকায় নিজেদের গাছের বাগান পরিষ্কার করতে যায়। এ সময় বাগানের ভিতর দিয়ে অবৈধভাবে মাটির নিচ দিয়ে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তারেস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক প্রতিবেশী আমার স্বামীর লাশ মাটিতে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দেয়। এ সময় স্থানীয় লোকজন ছুটে যায়। স্থানীয়রা চৌগাছা থানা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর প্রেরণ করেন। এদিকে ঐ কলেজ শিক্ষকের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। সংসার জীবনে তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
মৃত স্কুলছাত্রের চাচা শহিদুল ইসলাম বলেন, রিয়াদ হাসান বিকেলে তার পড়ার ঘরে বিদ্যুতের একটি বোডে কাজ করছিল। এ সময় সে বিদুৎস্পৃষ্টে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক চন্দনা পাল বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা স্কুলছাত্রে লাশ চৌগাছা হাসপাতালের মর্গে ছিল।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা নিহত কলেজশিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর প্রেরণ করেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা