শৈলকুপায় ট্রাকের ধাক্কায় এক নারী নিহত
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ২৬ জুন ২০২৩, ১৬:৫৪
শৈলকুপায় ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের দুধসর নামক স্থানে ট্রাকের ধাক্কায় লক্ষী রানী নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৬ জুন) দুপুরে ভিজিএফেরে চাল নিয়ে বাড়ি ফেরার পথে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন।
নিহত নারী চন্ডিপুর গ্রামের বাসিন্দা। আর আহতরা একইগ্রামের রাব্বি হোসেন, আবিদ হোসেন ও ভ্যানচালক মনিহার হাসান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে , দুধসার ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের দুধসর নামক স্থানে পেছন থেকে একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। তখন লক্ষী রানীসহ অন্যরা আহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় লক্ষী রানী মারা যান।
শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে লক্ষী রানী নামের একজন মারা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা