১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ

-

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে পাচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচাত ভাই তানভিরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার নাস্তিপুরে এ ঘটনা ঘটে।

তানভির (২২) দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকের একটি টিম দীর্ঘ দু’ঘণ্টা অস্ত্রপচার সম্পন্ন করেন। এরপর থেকেই অভিযুক্ত তানভির পলাতক রয়েছে। এ ঘটনার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যান।

ভুক্তোভোগীর পরিবার জানান, বৃহস্পতিবার দুপুরে তানভির তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় শিশুটিকে। পরে সেখানে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কাদতে কাদতে বাড়িতে এলে তার শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখতে পাই পরিবার। এরপরই দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত তানভিরের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তার যোনিপথ ছিড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় আছে শিশুটি। গাইনি ও সার্জারি চিকিৎসকের একটি দল অস্ত্রপচার সম্পন্ন করেছেন। আমরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছি।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বিষয়টি আমরা জেনেছি। অভিযুক্ত তানভিরকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-ব্রাজিলের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে : ব্রাজিলিয়ান কূটনীতিক ইরানে ২ বিচারককে গুলি করে হত্যা সিলেটে পৌনে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ নজরুল বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা গাজায় শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চালাবে ইসরাইল? কাচের ফুলের ভাইরাল এই ছবিটি এআই নির্মিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের চৌগাছা সীমান্তে ৩৭ লাখ ৮০ হাজার টাকার ডলার উদ্ধার মামলায় অব্যাহতি চেয়ে আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ইসহাকের পরিবারের ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন

সকল