ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০২৩, ১৫:৩৭
ঝিনাইদহের কালীগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু জিসান যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু জিসান কয়েকদিন আগে তার মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার সকালে জিসানসহ তিনজন মিলে একটি পুকুরে গোসল করতে নামলে সে (জিসান) পানিতে ডুবে যায়। তারপর সাথে থাকা দু’জন পরিবারের লোকজনদের খবর দেয়।
পরে তারা পুকুর থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়ে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, জিসানের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা