১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

- ছবি : ফাইল

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শৈলকুপায় নসিমন ও নাটাহাম্বার গাড়ির মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নসিমন চালক রবিউলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়ার গ্রামে। দুর্ঘটনার পর পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। পরবর্তীতে করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement