শরণখোলায় গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু
- শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
- ১৫ মে ২০২৩, ১৪:৩৫
বাগেরহাটের শরণখোলায় আমগাছ থেকে পড়ে মো: কুদ্দুস মোল্লা (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মো: কুদ্দুস মোল্লা ওই গ্রামের ফৌজদার মোল্লার ছেলে এবং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবসরপ্রাপ্ত শিক্ষক।
দক্ষিণ রাজাপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো: মিজান মোল্লা জানান, মো: কুদ্দুস মোল্লা গাছে উঠে আম পাড়ছিল। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকরাম হোসেন বলেন, ‘তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা