শরণখোলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
- শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
- ১১ মার্চ ২০২৩, ১৭:৫৬, আপডেট: ১১ মার্চ ২০২৩, ১৭:৫৮
বাগেরহাটের শরণখোলায় পুকুরে পড়ে খাদিজা আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানাসগর ইউনিয়নের নলবুনিয়ার পহলানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা পহলানবাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং ওই বাজারের ব্যবসায়ী তানভীর আহমেদ মিজান খানের মেয়ে।
নিহতের স্বজন মো: মাহফুজ হাওলাদার জানান, শিশুটির বাবা সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। মা মাহফুজা আক্তার মাহিন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন।
তিনি আরো বলেন, ওই ফাঁকে খাদিজা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব সাধক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এলেন তার স্বজনরা।