দামুড়হুদায় ট্রাকচাপায় শিশু নিহত
- চুয়াডাঙ্গা সংবাদদাতা
- ০৪ জুলাই ২০২২, ১৯:০০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দৈউলীতে জান্নাতুল (৩) নামের এক শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে।
সোমবার দুপুরে দৈউলী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল দোকান থেকে কিছু কিনতে যায়। এ সময় সে সড়কের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ কার্পাসডাঙ্গা থেকে আসা একটি গরুবোঝাই ট্রাক শিশুটিকে চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দামুড়হুদা থানা পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি জব্দ করে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ট্রাকচালককে আটক করেছি এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা