১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

জীবননগরে ধাক্কা লেগে বাবার মৃত্যু, মেয়ে আটক

- ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেলেন বাবা নুর মোহাম্মদ (৬০)।

মঙ্গলবার রাত ১০টায় জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ডের মহানগর উত্তর পাড়ার বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে নাসরিন আক্তারকে (৪০) আটক করে থানায় নিয়েছে।

খবর পেয়ে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জীবননগর পৌর শহরের মহানগর উত্তর পাড়ায় বসবাসকারী নুর মোহাম্মদের সাথে স্বামী পরিত্যক্ত মেয়ে নাসরিন আক্তারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই একপর্যায়ে রাত পৌনে ১০টার দিকে নাসরিন আক্তারের সাথে মা সাহিদা বেগমের ধস্তাধস্তি হয়। এ সময় বাবা নুর মোহাম্মদ ধস্তাধস্তি ঠেকাতে এলে মেয়ে নাসরিন আক্তার তার বাবাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বাবা নুর মোহাম্মদ মাটিতে পড়ে গিয়ে স্ট্রোক করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নেয়া হয়েছে। নাসরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মুন্না বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement