কুষ্টিয়াতে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া
- সোহাগ মাহমুদ, কুমারখালী (কুষ্টিয়া)
- ০২ নভেম্বর ২০২১, ১৫:৩৩, আপডেট: ০২ নভেম্বর ২০২১, ১৫:৩৪
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক মা। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথমবারের মতো পাঁচ সন্তানের জন্ম দেন গৃহবধূ সাদিয়া খাতুন (২৪)।
পাঁচ শিশুর মধ্যে এক ছেলে সন্তান ও চার মেয়ের জন্ম হয়েছে। গর্ভধারণের পাঁচ মাসের মাথায় সদ্য জন্ম নেয়া শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়েছে। বাচ্চাদের ওজন ৪৩০ গ্রাম থেকে ৬৫০ গ্রামের মধ্যে। বর্তমানে মা সুস্থ থাকলেও শিশুরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে।
এক সাথে পাঁচ সন্তান জন্ম দেয়া গৃহবধূ সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমাররখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। সোহেল রানা একই এলাকার সামাদ আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫-৬ মাসের মাথায় সাদিয়া খাতুন সন্তান প্রসব করেছেন। একসাথে পাঁচ সন্তান প্রসবে অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও শিশুগুলোর ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। শিশুদের দেখতে হাসপাতালের উৎসুক জনতা ভিড় করেছে।
শিশুদের ছোট ফুফু রাবেয়া সাংবাদিকদের বলেন, সোমবার (১ নভেম্বর) রাত ১০টায় দিকে ভাবিকে নিয়ে হাসপাতালে আসি। পরে মঙ্গলবার (২ নভেম্বর) সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে ভাবির পাঁচ বাচ্চা হয়েছে। আমরা খুবই খুশি এক সাথে পাঁচ সন্তানের জন্ম হওয়ায়। ভাবি এখন সুস্থ আছে।
শিশুদের বাবা সোহেল রানা বলেন, পাঁচ বছর আগে ২০১৬ সালে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করি। ৫/৬ মাস আগে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়।
তিনি আরও বলেন, এক সাথে পাঁচ সন্তান জন্ম নেয়ায় আমি খুব খুশি। আমার স্ত্রী বর্তমানে সুস্থ আছে। কিন্তু শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাদের ঢাকায় নিয়ে যেতে বলছেন চিকিৎসকরা। শিশুদের অক্সিজেন চলছে। তারা শিশু ওয়ার্ডের দুই নম্বর রুমের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা বলেন, সকাল ১০টার দিকে ওই গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দেন। তাকে সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। মা সুস্থ রয়েছে কিন্তু শিশুরা ঝুঁকিতে রয়েছে ।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, মঙ্গলবার সাদিয়া নামের এক গৃহবধূ পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। তবে মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটপূর্ণ। পাঁচ শিশুকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। শিশুগুলোর প্রিম্যাচিউর জন্ম হয়েছে। তাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা