শরণখোলায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
- ০১ অক্টোবর ২০২১, ১৮:২৭
শরণখোলায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা ধানসাগর ইউনিয়নের সাভারের পাড় গ্রামের মিন্টু হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
দুই শিশু সোহান (৮) ও মাহিম (৮) সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো ভাই।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে পিরোজপুরের বালিপাড়া থেকে এনামুল হাওলাদারের ছেলে মাহিম তার মায়ের সাথে নানা সৈয়দ হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। অপরদিকে একই সময় ইদ্রিস আলীর ছেলে সোহান তার মায়ের সাথে ঢাকা থেকে দাদা মিন্টু হাওলাদারের পাশাপাশি বাড়ি বেড়াতে আসে। তারা সম্পর্কে আত্মীয় হওয়ায় সমবয়সী দুই শিশু সোহান ও মাহিম মিন্টু হাওলাদারের বাড়িতে খেলা করছিল। এর পর দুপুর একটা থেকেই তারা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে তাদেরকে মিন্টুর বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হেয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা