২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জীবিত থেকেও তিনি মৃত!

রাহেলা খাতুন - ছবি : নয়া দিগন্ত

তিনি এখনো জীবিত। কিন্তু চুয়াডাঙ্গা জেলার জীবননগরের এক নারীকে ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। ফলে করোনার ভ্যাকসিন নেয়ার জন্য নিবন্ধন করতে পারছেন না তিনি।
জানা গেছে, সারা দেশে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম চলছে। এ অবস্থায় জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী রাহেলা খাতুন ভ্যাকসিন নিবন্ধন করতে যেয়ে ব্যর্থ হয়ে তার ভোটার তথ্য নিশ্চিত হওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে যান। এসময় নির্বাচন অফিস কর্তৃপক্ষ তাকে জানায় ভোটার তালিকায় তিনি মৃত। যার নিবন্ধন তারিখ ১৭.০৭.২০১২।

জীবিত থাকাবস্থায় ভোটার তালিকা মৃত দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

রাহেলা খাতুন বলেন, আমি করোনার ভ্যাকসিন নেয়ার জন্য নিবন্ধন করতে পারছি না। আমি নাকি মৃত। উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ করেছি।

এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, কে বা কারা ভুলবশত এ তথ্য দিয়েছে। তবে তালিকা সংশোধনের জন্য স্থানীয় পৌর চেয়াম্যান কর্তৃক প্রত্যয়নপত্র সংগ্রহ করে নির্বাচন অফিসে আবেদন করতে হবে।


আরো সংবাদ



premium cement