২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় ফেসবুকে ইসলামবিরোধী বক্তব্য, আ. লীগ নেতার ছেলে আটক

চুয়াডাঙ্গায় ফেসবুকে ইসলামবিরোধী বক্তব্য, আ. লীগ নেতার ছেলে আটক - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামবিরোধী বক্তব্য পোস্ট করায় সদর মানিক খান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক মানিক খান চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজার পাড়ার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা যায়, গতকাল দুপুরের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারপাড়ার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ছেলে আলোচিত কথিত সাংবাদিক নামে পরিচিত মানিক খান তার ফেসবুক আইডি থেকে একটি ইসলামবিরোধী বক্তব্য পোস্ট করেন। বক্তব্যটি হলো- ‘যেখানে সেখানে মসজিদ না তৈরি করে কিছু খেলাধুলা করার মাঠ বানালে শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশ ঘটত। এত মসজিদ দিয়ে সমাজের মানবিক বিপর্যয় রোধ করা যাচ্ছে না। কারণ মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, খেলার মাঠ এবং সাংস্কৃতিক ক্লাব-এই সবকিছুরই প্রয়োজন আছে এই সমাজে। কিন্তু শুধু মসজিদ বানানোর কারণে সমাজটা এত বিষাক্ত।’

এ ধরনের বক্তব্য পোস্ট করার পরপরই এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইতে থাকে। পরে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলাম বিষয়টি জানতে পেরে সন্ধ্যা ছয়টার দিকে গিরিশনগর বাজার থেকে তাকে আটক করেন। পরে ক্যাম্প পুলিশ দর্শনা থানা পুলিশের কাছে মানিক খানকে থানা হেফাজতে পাঠায়।

এ বিষয়ে তিতুদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ রকিবুল ইসলাম বলেন, ইসলামবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় ধর্মের প্রতি অবমাননা হওয়ায় গ্রামের মানুষের মধ্যে বিতর্কিত মনোভাব সৃষ্টি হয়। যে কারণে তাকে আটক করে থানা হাজতে পাঠানো হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মানিক খান নামের একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’


আরো সংবাদ



premium cement
পোরশায় ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার ভারতের উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা কুলাউড়ায় আগর কাঠ পাচারকালে ট্রাক উদ্ধার সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার মহেঞ্জোদারো আবিষ্কারের কৃতিত্ব জীবদ্দশায় পাননি যে বাঙালি প্রত্নতাত্ত্বিক বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব : আসিফ নজরুল সীমান্তে বিজিবিকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত : রিজভী জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল

সকল