শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে আগুন, পুড়েছে ৯টি ঘর
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ৩১ জানুয়ারি ২০২১, ১৫:০৩, আপডেট: ৩১ জানুয়ারি ২০২১, ১৫:২৭
ঝিনাইদহের শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে আটটি পরিবারের ১০টি ঘরসহ তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রোববার সকাল ৭টার দিকে উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পে চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হামিদুল হক জানান, রোববার সকাল ৮টার দিকে চুলার আগুন থেকে শৈলকুপা ঝাউদিয়া ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে এ অগ্নিকাণ্ডে ভূমিহীন ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম শেখ, হানেফ শেখ, সিরাজ উদ্দিন, সাথীসহ আটটি পরিবারের ৯টি ঘর ও ঘরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছালেহা বেগম, শরিফুল ইসলাম ও সালাম জানান, সকালের অগ্নিকাণ্ডে তারা এখন সহায়-সম্বলহীন। তাদের শীতবস্ত্রসহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শৈলকুপার ঝাউদিয়া আবাসনে রোববার সকালে অগ্নিকাণ্ডে ভূমিহীনদের ৯টি ঘর পুড়ে ছাই হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা