কালিগঞ্জে পুলিশের অভিযানে মদকদ্রব্যসহ আটক ৬
- কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
- ২৫ জানুয়ারি ২০২১, ১৫:৩২
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৭১টি ইয়াবা ট্যাবলেট, তিন লিটার বাংলা মদ ও সাড়ে ১২ গ্রাম গাঁজাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৮টার দিকে উপজেলা সদরের ফুলতলা মোড় মৎস্যসেট এলাকা থেকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭১টি ইয়াবা ট্যাবলেটসহ বাজারগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবু জাফরকে (২২) আটক করে।
অপর এক অভিযানে থানার সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে রোববার বেলা সাড়ে ৩টার দিকে নলতা ইউনিয়নের সেহারা থেকে সাড়ে ১২ গ্রাম গাঁজাসহ মৃত শেহমত আলীর ছেলে মাদক কারবারি রেজাউল ইসলামকে (৩৫) আটক করে।
এ ছাড়াও থানার সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন রোববার রাতে তিন লিটার মদসহ উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের জাকির হোসেনের ছেলে আবুল হোসেন (২৬), ছোট ভেটখালী গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৪), মুন্সীগঞ্জ গ্রামের খালিদ শেখের ছেলে ফরিদ শেখ (২৭) ও হরিনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলামকে (৩০) আটক করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দেলোয়ার হোসেন বলেন, আটককৃতদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা