২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ৮ বন্দীর ৪ জন উদ্ধার

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ৮ বন্দীর মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে - ফাইল ছবি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আট বন্দীর মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রের কর্মকর্তারাই অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের উদ্ধার করেছেন। অন্যদেরও দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক।

উদ্ধার হওয়া বন্দী শিশুরা হলো যশোরের হৃদয়, ফারদিন দুর্জয়, খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না গাজী।

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, রোববার দিবাগত রাত ২টার পর কেন্দ্রের আট শিশু জানালা ভেঙ্গে পালিয়ে যায়। এরপর তাদের উদ্ধারে কাজ শুরু করেন তারা। অভিভাবক ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় হৃদয়, ফারদিন দুর্জয়, রোহান গাজী ও মুন্না গাজীকে উদ্ধার করে কেন্দ্রে ফেরত আনা হয়েছে।

তিনি আরো জানান, এর মধ্যে তিনজনকে সোমবার রাতে ও একজনকে মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের শাহ আলম নামে অপর এক বন্দী শিশুকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। অন্যদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement