শার্শা রুদ্রপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১
যশোরের শার্শা রুদ্রপুর সীমান্তে ভারতের অংশে সুমন হোসেন (২৭) নামে এক বাংলাদেশী যুবক ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সুমন কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সুমনের খালাতো ভাই ড্রাইভার লাল্টু বলেন, সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছেন। আহত বাংলাদেশী যুবক সুমনকে বিএসএফ উদ্ধার করে বনগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
শার্শা সীমান্তের বিপরীতে ভারতের তেতুল বাড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে মোবাইলে ভারতের লোকজন জানিয়েছে।
রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফের সাথে মঙ্গলবার সকালে একটি পতাকা বৈঠক করা হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন সুবেদার মশিউর রহমান ও ভারতের পক্ষে ছিলেন এসি সন্তোষ কুমার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা