২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাগুরায় প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেফতার

আটককৃতরা - ছবি : নয়া দিগন্ত

মাগুরা শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ফেসবুক হ্যাকিং এবং বিকাশ প্রতারক চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় তাদের কাছ থেকে ৯টি কম্পিউটার, ১০টি মোবাইল সেট, ৭টি হার্ডডিস্ক ও একটি ইন্টারনেট মডেম উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে চরচৌগাছি গ্রাম থেকে চাঁদ আলী শেখের পুত্র প্রতারক চক্রের দলনেতা মোহিদুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয়। তার প্রাথমিক স্বীকারউক্তিতে এ সময় সহোদর জাহিদুল ইসলাম, প্রতিবেশী আকিদুল শেখের পুত্র সবুজ শেখ (১৬), আজিজ শেখের পুত্র মিজানুর রহমান (১৮), ফজলে বিশ্বাসের পুত্র রানা বিশ্বাস (২৫), আতিয়ার বিশ্বাসের পুত্র হৃদয় বিশ্বাস (১৬), আখিল উদ্দিনের পুত্র জয় মাহমুদ (২২), মাগুরা সদরের কালিনগর কছুন্দি গ্রামের বকুল মোল্ল্যার পুত্র শান্ত মোল্ল্যা (১৬), রাজবাড়ী জেলার কালুখালীর বিল সুন্দরপুর গ্রামের রব মোল্ল্যার পুত্র সজিব হোসেন (১৮) ও বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়ার মোকছেদ আলী মন্ডলের পুত্র আলমগীর হোসেনকে (১৮) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি সিপিইউসহ ডেস্কটপ কম্পিউটার, ১০টি মোবাইল সেট, ৭টি হার্ডডিস্ক ও একটি ইন্টারনেট মডেম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুক আইডি হ্যাক এবং বিকাশ কোম্পানির গ্রাহকের টাকা প্রতারণার মাধ্যমে আদায় করে আসছিল।

তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল