যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যা : ৮ কিশোরের রিমান্ড মঞ্জুর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ আগস্ট ২০২০, ২১:৩৬
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় ওই কেন্দ্রে বন্দি আট কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে কিশোর উন্নয়ন কেন্দ্রের ভেতরেই একটি কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে বলে আদালত আদেশ দিয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান জানান, তদন্তের জন্য ওই আট কিশোরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরেই তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছে।
এর আগে কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ওই আট কিশোরকে এ মামলায় আদালতের মাধ্যমে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শহরের পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে সেখানে বন্দি তিন কিশোর নিহত হয়। এ ঘটনায় নিহত কিশোর রাব্বির বাবা মামলা করেন। মামলায় ওই কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় এবং বন্দি আট কিশোরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা