২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

খুলনায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খুলনায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - প্রতীকী

খুলনার তেরখাদায় শাপলা তুলতে গিয়ে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার বলর্ধনা গ্রামের একটি মৎস্য ঘেরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা উপজেলার আদমপুর গ্রামের মিল্টন শেখের ছেলে আরমান শেখ (৭) ও আর্জুনা এলাকার আরিফ শেখের ছেলে ইব্রাহিম শেখ (৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, ওই দিন সকালে নিহত আরমান শেখ আদমপুর থেকে তার চাচার বাড়ী বলর্ধনায় বেড়াতে আসে। সেখানে তারা চাচা-ভাতিজা মিলে নৌকা করে বাড়ির পাশের মৎস্য ঘেরে শাপলা তুলতে যায়। শাপলা তোলার সময় আরমান পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। তাকে তুলতে গিয়ে ইব্রাহীমও পানিতে পড়ে যায়। তাদের কোথাও খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনরা শূণ্য নৌকা দেখে পানিতে সন্ধান করে দু’জনের লাশ উদ্ধার করেন।


আরো সংবাদ



premium cement