চুয়াডাঙ্গায় পরিবহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
- চুয়াডাঙ্গা সংবাদদাতা
- ০৯ আগস্ট ২০২০, ১৭:৩০
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ে পরিবহনের ধাক্কায় তাহাজউদ্দীন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেb। রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বৃদ্ধ তাহাজউদ্দীন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা থেকে ওষুধ কিনে রাস্তা পার হচ্ছিলেন, এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া মেহেরপুরগামী ডিলাক্স পরিবহনের একটি বাস তাহাজউদ্দীনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সকালে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্টান্ডে ইউনিক পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সোহাগ (২৮) নামের এক করিমন চালক নিহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা